পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৩. ২. ২১. দাউদ কর্তৃক নিহতদের বর্ণনায় বৈপরীত্য          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ২ শমূয়েল ২৩/৮ দাউদের যুদ্ধের বিবরণে বলছে: ‘‘তিনি আটশতের বিরুদ্ধে তাঁর বর্শা উঠান, যাদেরকে তিনি এককালে বধ করলেন (he lift up his spear against eight hundred, whom he slew at one time)[1]
কিন্তু ১ বংশাবলি ১১/১১ বলছে: ‘‘তিনি তিনশতের বিরুদ্ধে তার বর্শা উঠান, যাদেরকে তিনি এককালে বধ করিলেন (he lifted up his spear against three hundred slain by him at one time)।[2]
উভয় বক্তব্যের মধ্যে পাঁচ শতের বৈপরীত্য!
 [1]   কেরির অনুবাদ নিম্নরূপ: তিনি এককালে নিহত আটশত লোকের বিরূদ্ধে যুদ্ধ করিতেছিলেন।
[2] কেরি: ‘‘তিনি তিন শত লোকের উপর আপন বড়শা চালাইয়া তাহাদিগকে এককালে বধ করিয়াছিলেন।’’
                [2] কেরি: ‘‘তিনি তিন শত লোকের উপর আপন বড়শা চালাইয়া তাহাদিগকে এককালে বধ করিয়াছিলেন।’’