পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৩. ৫. ২৮. যীশুর কার্যাবলি বর্ণনায় মথি ও লূকের বৈপরীত্য          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মথি ৮ম অধ্যায়ে লেখেছেন যে, পর্বতের উপরে উপদেশ প্রদানের পরে যীশু প্রথমে একজন কুষ্ঠীকে সুস্থ করেন। এরপর তিনি কফরনাহূমে প্রবেশ করার পরে একজন শতপতির দাসকে সুস্থ করেন। এরপর পিতরের শাশুড়ির জ্বর ভাল করেন।
লূক চতুর্থ অধ্যায়ে প্রথমে পিতরের শাশুড়ির জ্বর ভাল করার কথা উল্লেখ করেছেন। এরপর ৫ম অধ্যায়ে কুষ্ঠীকে ভাল করার কথা লেখেছেন। এরপর ৭ম অধ্যায়ে শতপতির দাসকে সুস্থ করার কথা উল্লেখ করেছেন।