পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৩. ৬. ১৬. সৈন্যরা যীশুকে কী রঙের পোশাক পরাল?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মথি লেখেছেন টকটকে লাল আর যোহন লেখেছেন বেগুনি। মথি ২৭/২৮: ‘‘আর তারা তাঁর কাপড় খুলে নিয়ে তাঁকে একখানি লাল রংয়ের কাপড় পরালো (put on him a scarlet robe: টকটকে লাল গাউন)।’’ (মো.-১৩)
যোহন ১৯/২: ‘‘আর সৈন্যেরা কাঁটার মুকুট গেথে তাঁর মাথায় দিল এবং তাঁকে বেগুনে কাপড় পরালো (a purple robe: বেগুনি গাউন)’’। (মো.-১৩)