পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৩. ৯. ১৯. নিজের বিষয়ে যীশুর সাক্ষ্যের সত্যতা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      যীশু বলেন: ‘‘আমি যদি নিজের বিষয়ে নিজে সাক্ষ্য দিই তবে আমার সাক্ষ্য সত্যি নয়।’’ (ইউহোন্না ৫/৩১, মো.-১৩) কিন্তু এ পুস্তকেই (৮/১৪) যীশু বলেন: ‘‘যদিও আমি আমার বিষয়ে নিজে সাক্ষ্য দিই, তবুও আমার সাক্ষ্য সত্যি।’’ (মো.-১৩)
প্রথম বক্তব্য অনুসারে যীশুর নিজের বিষয়ে প্রদত্ত তাঁর নিজের সাক্ষ্য গ্রহণযোগ্য বা সত্য নয়। কিন্তু দ্বিতীয় বক্তব্য অনুসারে তা গ্রহণযোগ্য ও সত্য।