পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  পঞ্চম অধ্যায় - বিকৃতি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৫. ২. ২. মীখার উদ্ধৃতিতে মথির বিকৃতি          
          
                         
           
   
          
 
          
      
      
   
      বৈথলেহেমের মর্যাদা বর্ণনায় মথি বলেন: ‘‘কেননা নবীর মধ্য দিয়ে এই কথা লেখা হয়েছে, ‘আর তুমি, হে এহুদা দেশের বেথেলহেম, তুমি এহুদার শাসনকর্তদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম নও।’’ (মথি ২/৫-৬, মো.-১৩)
মথি মীখা বা মিকাহ (Micah) নবীকে বুঝিয়েছেন। কিন্তু মীখার বক্তব্য মথির উদ্ধৃতির সম্পূর্ণ বিপরীত। মীখা ৫/২ নিম্নরূপ: ‘‘আর তুমি, হে বেথেলহেম-ইফ্রাথা, তুমি এহুদার হাজার হাজার লোকদের মধ্যে মুদ্রা বলে অগণিতা।’’ (মো.-১৩)
এখানে মথি কথাটাকে সম্পূর্ণ বিকৃত করে ‘হাঁ’ কে ‘না’ বানিয়েছেন।