পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  ষষ্ঠ অধ্যায় - ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৬. ১. ৩. ৬. অপরাধীদের সাথে নিরপরাধদের মহামারি দিয়ে হত্যা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ঈশ্বরের নির্বাচিত প্রিয় সন্তান ও প্রজা বনি-ইসরাইল জাতি বাল দেবতার পূজা শুরু করলে ঈশ্বর পূজায় অংশগ্রহণকারী হত্যার নির্দেশ ছাড়াও মহামারি দিয়ে ঢালাওভাবে ২৪,০০০ প্রিয় প্রজাকে হত্যা করেন। (গণনা/ শুমারী ২৫/১-৯)