পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৮. ১. ১৭. ৪. নারীর কারণেই পতন এবং মৃত্যু          
          
                         
           
   
          
 
          
      
      
   
      বাইবেল বলছে: ‘‘Of the woman came the beginning of sin, and through her we all die: নারী থেকেই পাপের শুরু হয়েছিল এবং নারীর মধ্য দিয়েই আমরা সকলে মরব’’। জুবিলী বাইবেল: ‘‘একজন নারী দ্বারাই হয়েছে পাপের সূচনা, আবার তার কারণেই আমাদের সকলকে মরতে হয়।’’ (বেন-সিরা ২৫/২২)