দ্বীনী প্রশ্নোত্তর  সাজসজ্জা ও প্রসাধন আবদুল হামীদ ফাইযী
    
           সৌন্দর্যের জন্য ভ্রু চাঁছা কি বৈধ?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      বৈধ নয়। কারণ ‘আল্লাহর অভিশাপ হোক সেই সব নারীদের উপর, যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা উৎকীর্ণ করায় এবং সে সব নারীদের উপর, যারা ভ্রু চেঁছে সরু করে, যারা সৌন্দর্যের মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আলাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।’ (বুখারী, মুসলিম)