দ্বীনী প্রশ্নোত্তর  সাজসজ্জা ও প্রসাধন আবদুল হামীদ ফাইযী
    
           নখে নখ পালিশ লাগানো কি বৈধ?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      নখে নখ পালিশ লাগানো বৈধ। তবে উযু-গোসলের আগে তা তুলে ফেলতে হবে। নচেৎ উযু গোসল শুদ্ধ হবে না। অবশ্য যে রঙ পানি আটকায় না, সে (আলতা বা মেহেন্দি জাতীয়) রঙ ব্যবহার করা যায়।