প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ৭২. রোযার ফিদইয়ার পরিমাণ কত?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      এক মুদ (৫১০ গ্রাম) পরিমাণ গম। “প্রতি একদিনের রোযার বদলে একজন মিসকীনকে এক মুদ (৫১০ গ্রাম) পরিমাণ গম (ভালো খাবার) প্রদান করবে।” (বায়হাকী- ৪/৩৮৯) তবে এ বিষয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি কোন হাদীস না থাকায় এতে অনেক মতবিরোধ রয়েছে।