দ্বীনী প্রশ্নোত্তর  গান-বাজনা, খেলাধুলা  আবদুল হামীদ ফাইযী
    
           কুস্তি খেলা বৈধ কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      সতর ঢাকার মত লেবাস পরে কুস্তি খেলা বৈধ। খোদ নবী ﷺ কুস্তি লড়ে প্রসিদ্ধ কুস্তিগীর রুকানাকে হারিয়ে দিয়েছিলেন। (আবু দাউদ ৪০৭৮, তিরমিজি ১৭৮৫, বাইহাকি ১০/১৮, গায়াতুল মারাম ৩৭৮ নং) তবে ফ্রিস্টাইল কুস্তি বৈধ নয়। কারণ তাতে শরীর চর্চার চাইতে প্রতিপক্ষকে ঘায়েল করার ইচ্ছাই বেশী থাকে।