মুমিনের দু‘আ  দু‘আসমূহ ডা. মুহাম্মদ আবুবকর সিদ্দিক (সংকলক)
    
           আহারের আয়োজনকারীর জন্য মেহমানের দু‘আ          
          
                         
           
   
          
 
          
      
      
   
      اَللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُم، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
‘হে আল্লাহ, আপনি তাদের যে রিযিক দান করেছেন তাতে তাদের জন্য বরকত দিন এবং তাদের গুনাহ মাফ করুন, আর তাদের প্রতি দয়া করুন’ মুসলিম, হা/২০৪২)।