মুমিনের দু‘আ  দু‘আসমূহ ডা. মুহাম্মদ আবুবকর সিদ্দিক (সংকলক)
    
           স্ত্রী-সহবাসের পূর্বের দু‘আ          
          
                         
           
   
          
 
          
      
      
   
      بِسْمِ اللهِ، اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
‘আল্লাহর নামে। হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আপনি আমাদের যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন’ (বুখারী, হা/১৪১)।