প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  তাওয়াফ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ৬২- তাওয়াফের শর্ত কয়টি ও কী কী?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      হানাফী ফিকহ মতে তাওয়াফের শর্ত ৩টি, যথাঃ
(১) তাওয়াফের নিয়ত করা,
(২) তাওয়াফের ৭ চক্র পূর্ণ করা,
(৩) মসজিদে হারামের ভিতরে থেকে কাবার চারপাশে তাওয়াফ করা।