প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  সাঈ করা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ৮৭- আমি পায়ে হেঁটে সাঈ শুরু করেছি। এরপর আমি ক্লান্ত হয়ে পড়েছি। সেক্ষেত্রে একটু বিশ্রাম নিয়ে বাকী চক্রগুলো ট্রলিতে করে পূর্ণ করতে পারব কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      হাঁ। পারবেন।