প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  চুলকাটা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ৯৬- উমরাহ শেষে ভুলে বা না জেনে চুল কাটার আগেই যদি ইহরামের কাপড় বদলিয়ে সাধারণ পোষাক পরিধান করে ফেলে তাহলে এর হুকুম কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মনে হওয়া মাত্র সাধারণ পোষাক খুলে ফেলবে এবং পুনরায় ইহরামের কাপড় পরিধান করে মাথা মুন্ডন বা চুল কেটে ফেলবে। এরপর সাধারণ পোষাক পরবে।