দ্বীনী প্রশ্নোত্তর  যাকাত আবদুল হামীদ ফাইযী
    
           আমি কীভাবে স্বর্ণের যাকাত আদায় করবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আপনার কাছে যে মানের স্বর্ণ আছে, সেই মানের স্বর্ণের বাজার দর জেনে নেবেন। তাঁর সঠিক ওজন জেনে নেবেন। অতঃপর তাঁর মূল্য নির্ধারণ করে প্রত্যেক একশ টাকায় আড়ায় টাকা, প্রত্যেক হাজারে ২৫০ এবং প্রত্যেক লাখে ২৫০০ টাকা যাকাত আদায় করবেন।