দ্বীনী প্রশ্নোত্তর  সিয়াম ও রোযা আবদুল হামীদ ফাইযী
    
           রমযানের একাধিক রোযা কাযা করতে হলে কি একটানা করা জরুরী?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      একটানা হওয়া জরুরী নয়। কেটে কেটেও রাখা যায়। তবে উত্তম হল একটানা রাখা। ২৬২ (ইবনে জিবরীন)