দ্বীনী প্রশ্নোত্তর  সিয়াম ও রোযা আবদুল হামীদ ফাইযী
    
           দেহ থেকে রক্ত পড়লে কি রোযার কোন ক্ষতি হয়?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      কেটে-ফেটে গিয়ে অথবা ঘা টিপতে গিয়ে অথবা দাঁত তুলতে গিয়ে অথবা দাঁতন করতে গিয়ে রক্ত পড়লে অথবা রক্ত পরীক্ষার জন্য দিলে রোযার কোন ক্ষতি হয় না। মুখের রক্ত গেলা যাবে না। ২৭৮ (ইবনে উষাইমীন)