দ্বীনী প্রশ্নোত্তর  লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
    
           পত্রিকায় অনেক সময় অনেক রকম প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। আসলে তাতে উদ্দেশ্য থাকে প্রতিযোগিতার পুরষ্কারের লোভ দেখিয়ে অধিক অধিক পত্রিকা কাটানো। অনেকে  প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্যই তা ক্রয়  করে থাকে। অতঃপর কয়েকজন পুরষ্কার পায় এবং বাকি অবশ্যই তাদের টাকা নষ্ট করে বসে। পুরষ্কারের লোভে এমন পত্রিকা কিনে তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বৈধ কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      এই শ্রেণীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বৈধ নয়। যেহেতু তা এক প্রকার জুয়ার মতই। (ইবনে জিবরিন )