দ্বীনী প্রশ্নোত্তর  লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
    
           অমুসলিম মালিকের কাজ করে উপার্জিত অর্থ হালাল কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      কাজ যদি হালাল হয়, তাহলে তাঁর বিনিময়ে পাওয়া অর্থও হালাল। মালিক অমুসলিম হলে কোন ক্ষতি হবে না।