দ্বীনী প্রশ্নোত্তর  লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
    
           আমরা তিনজন একই প্রতিষ্ঠানে একই চাকুরী করি। প্রত্যহ যা কাজ থাকে, তা দুজনের জন্যও কম। সে ক্ষেত্রে যদি আমাদের মধ্যে একজন করে পালা বদলে অনুপস্থিত হয়, তাহলে তা বৈধ হবে কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নিজের ইচ্ছা মত অনুপস্থিত থাকা বৈধ নয়। কাজ না থাকলে চাকুরিস্থলে উপস্থিত থাকা জরুরি। (ইবনে উসাইমিন)