প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  কংকর নিক্ষেপ رَمْيُ الْجِمَارِ  অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১৫০- ১২ই যিলহজ্জ কংকর নিক্ষেপ করে যদি সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে না পারে তাহলে এর বিধান কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ঐ দিন মিনাতেই রাত্রিযাপন করা ওয়াজিব হয়ে যায়। পরের দিন ১৩ই যিলহজ্জ দুপুরের পর ৩টি জামারাকে আরো ২১টি পাথর নিক্ষেপ করে পরে মিনা ত্যাগ করতে হবে।