প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  তাওয়াফে ইফাদাطواف إفاضة  অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১৭১- তাওয়াফে ইফাদার সময় কখন শুরু হয়?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      উত্তম সময় হলো ১০ই যিলহজ্জ ঈদের দিন কংকর নিক্ষেপ, কুরবানী করা ও চুল কাটার পর তাওয়াফে ইফাদা করা। তবে সেদিন ফজর উদয় হওয়ার পরই তাওয়াফে ইফাদার সময় শুরু হয়ে যায়।