প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  বিবিধ মাস্আলা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১৮৭- যে কেউ কি বদলী হজ্জ করতে পারবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      না। যে ব্যক্তি কারোর বদলী হজ্জে যাবে তার নিজের হজ্জ আগে করে নিতে হবে। (আবূ দাঊদ, ইবনে মাজাহ)