দ্বীনী প্রশ্নোত্তর  হজ্জ ও উমরা আবদুল হামীদ ফাইযী
    
           শক্তি সামর্থ্য আছে, অথচ অন্য লোক পাঠিয়ে হজ্জ করতে চাচ্ছে। তাকি যথেষ্ট হবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      শক্তি সামর্থ্য থাকতে কারো দ্বারা হজ্জে বদল করানো শুদ্ধ নয়। তাঁতে ফরয আদায় হবে না। ৪০৮ (ফাতাওয়া ইবনে উষাইমীন ২/৬৫০)