দ্বীনী প্রশ্নোত্তর  বিবাহ ও দাম্পত্য আবদুল হামীদ ফাইযী
    
           ইদ্দত পালনের সময়ে কি বিধবাকে সাদা কাপড়ই পড়তে হবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ইদ্দত পালনের জন্য কোন নির্দিষ্ট রঙের লেবাস নেই। যে লেবাসে সৌন্দর্য আছে, তা বর্জন করে সাদাসিধা লেবাস পড়তে হবে। যে সাদা রঙের কাপড়ে সৌন্দর্য আছে, তাও পরা যাবে না।