প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  হজ্জ ও উমরার আহকাম অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ২- উমরার রুকন কয়টি ও কি কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ১টি। সেটি হলো কাবাঘর তাওয়াফ করা। আর উমরার শর্ত হলো ইহরাম বাঁধা। তবে কেউ কেউ বলেছেন উমরার রুকন তিনটি। যথাঃ
(১) ইহরাম বাঁধা।
(২) তাওয়াফ করা
(৩) সাঈ করা।
উল্লেখ্য যে, এ রুকনগুলোই উমরার ফরয।