দ্বীনী প্রশ্নোত্তর  জ্বিন ও শয়তান আবদুল হামীদ ফাইযী
    
           মনের ভিতরে আল্লাহ ও গায়েবী বিষয়সমূহে নানা সন্দেহের সৃষ্টি হলে কি করা উচিত?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      (ক) আল্লাহ্র কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করা উচিৎ।
(খ) সেই কুমন্ত্রণাকে মন থেকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রাখা উচিৎ এবং
(গ) ‘আমানতু বিল্লাহ’ অথবা ‘আমানতু বিল্লাহি আরুসুলিহ’ বলা উচিৎ। ৫৯
 ৫৯ (ইবনে জিবরীন)