দ্বীনী প্রশ্নোত্তর  জ্বিন ও শয়তান আবদুল হামীদ ফাইযী
    
           যে ব্যক্তি জীন অস্বীকার করে, ইসলামে তাঁর বিধান কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      যে ব্যক্তি জিনের অস্তিত্বই অস্বীকার করে, সে ব্যক্তি কাফের। কারণ কিতাব ও সুন্নাহতে তাদের অস্তিত্ব ও জীবনের কথা আলোচিত হয়েছে। অদৃশ্য জগৎ ফিরিশতার প্রতি ঈমান যেমন জরুরী, তেমনি জীন জাতির অস্তিত্বের বিশ্বাসও জরুরী।
মহান আল্লাহ বলেছেন, ‘নিশ্চয় সে নিজে এবং তাঁর দলবল তোমাদেরকে এমন স্থান হতে দেখে থাকে যে, তোমরা তাদেরকে দেখতে পাও না।’ (আ’রাফঃ ২৭)