ইসলামী জীবন-ধারা  কুরআনের প্রতি আদব আবদুল হামীদ ফাইযী
    
           কুরআন ভুলে গেলে ‘ভুলে গেছি’ বলবেন না          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মুখস্থ কুরআন ভুলে গেলে ‘ভুলে গেছি’ বলা মকরূহ। কারণ তাতে গাফলতি ও অবজ্ঞা প্রকাশ পায়। বরং সেই সময় বলতে হয়, ‘আমাকে কুরআন ভুলিয়ে দেওয়া হয়েছে।’ রাসুল (ﷺ) বলেন, ‘‘কারো এ কথা বলা নিকৃষ্ট যে, ‘আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি।’ বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।’’[1]
 [1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৫০৩৯, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/৭৯০