ইসলামী জীবন-ধারা  চলন ও আরোহণের আদব আবদুল হামীদ ফাইযী
    
           গাড়ি চড়ে কোথাও যাওয়ার সময় গাড়ি চড়ার দু‘আ পড়ুন          
          
                         
           
   
          
 
          
      
      
   
      পথের মধ্যে অপর গাড়ির সুবিধার কথা খেয়াল রাখুন। আপনার গাড়ি দ্বারা যেন অন্য কোন মুসলিম কষ্ট না পায়। পথের মধ্যে কোন লোককে যদি আপনি তুলে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দেন, তাহলে আপনার সদকাহ করার সমান সওয়াব লাভ হবে।