ইসলামী জীবন-ধারা  সফরের আদব আবদুল হামীদ ফাইযী
    
           পথিমধ্যে যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হলে শয়তানকে গালি দেবেন না          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ঘোড়া, উট বা গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হলে শয়তানকে গালিমন্দ করতে নেই। কারণ এতে সে তৃপ্তি পায়। তাই এই সময় ‘বিসমিল্লাহ’ বলতে হয়। তাতে শয়তান ছোট হয়ে যায়।[1]
 [1]. আবু দাঊদ ৪/২৯৬