ইসলামী জীবন-ধারা  সফরের আদব আবদুল হামীদ ফাইযী
    
           সফরে রাত্রিকালে কোন ফাঁকা জায়গায় ঘুমিয়ে বিশ্রাম নিতে হলে রাস্তার উপর শোবেন না          
          
                         
           
   
          
 
          
      
      
   
      কারণ রাত্রের অন্ধকারে হিংস্র প্রাণীরা মানুষের চলা-পথে অবতরণ করে। এ ব্যাপারে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে।[1]
 [1]. মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/১৯২৬ প্রমুখ