ইসলামী জীবন-ধারা  সালামের আদব আবদুল হামীদ ফাইযী
    
           সালাম ও তার উত্তর উচ্চস্বরে বলা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      সালাম ও তার উত্তর এমন উচ্চস্বরে বলতে হবে, যাতে শোনা যায়। বিশেষ করে সালামের উত্তর যদি এমন শব্দে দেওয়া হয়, যাতে সালামদাতা শুনতে না পায়, তাহলে ওয়াজেব আদায় হবে না। আর তাতে গোনাহগার থেকে যেতে হবে।[1]
 [1]. আযকার, নওবী ৩৫৪-৩৫৫পৃঃ