ইসলামী জীবন-ধারা  সালামের আদব আবদুল হামীদ ফাইযী
    
           শিশুদের সালাম দেয়া          
          
                         
           
   
          
 
          
      
      
   
      শিশু হলেও তাকে সালাম দেওয়া সুন্নাত এবং তা বিনয়ীর একটি নিদর্শন। আমাদের মহানবী (ﷺ) পথে চলাকালে ছোট শিশুদেরকে সালাম দিতেন।[1]
প্রকাশ থাকে যে, শিশু যদি সালামের উত্তর না দেয়, তাহলে সে গোনাহগার হবে না। কারণ, সে শরীয়তের ভারপ্রাপ্ত নয়। অবশ্য শিশু বড়কে সালাম দিলে উত্তর দেওয়া জরুরী।[2]
 [1]. বুখারী তাওহীদ পাবঃ হা/৬২৪৭, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২১৬৮
[2]. ফাতহুল বারী ১১/৩৫
                [2]. ফাতহুল বারী ১১/৩৫