ইসলামী জীবন-ধারা  মেহমান নেওয়াযীর আদব আবদুল হামীদ ফাইযী
    
           মেহমানকে বিদায়কালে বাড়ির দরজা পর্যন্ত তার সাথে সাথে যাওয়া          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মেহমানকে বিদায়কালে বাড়ির দরজা পর্যন্ত তার সাথে সাথে যাওয়া উচিত। গাড়িতে চড়ার সময় তার সহযোগিতা করা, ভারী কিছু থাকলে বয়ে দেওয়া ইত্যাদি কর্ম সুন্দর ব্যবহার ও চরিত্রের পরিচায়ক। যেহেতু এতে মেহমানকে পরিপূর্ণ সম্মান প্রদর্শন করা হয়। এ ব্যাপারে সালাফ কর্তৃক একাধিক বর্ণনা পাওয়া যায়।[1]
 [1]. আল-আদাবুশ শারইয়্যাহ ৩/২২৭ দ্রঃ