রাহে বেলায়াত  তৃতীয় অধ্যায় - দৈনন্দিন যিকর ওযীফা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           তৃতীয় প্রকার যিকর : সকাল-বিকাল বা সকাল-সন্ধ্যার যিকর          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ফজরের সালাতের পরে যে সকল নির্ধারিত মাসনূন যিকর আদায় করতে হবে তন্মধ্যে তৃতীয় প্রকার যিকর যা রাসূলুল্লাহ (সা.) সকালে ও বিকালে বা সকালে ও সন্ধ্যায় আদায় করার নির্দেশ দিয়েছেন। এই প্রকার যিকর ফজরের ফরয সালাতের আগে ও সুবহে সাদিকের পরে যে কোনো সময় পালন করা যায়। তবে সাধারণত মুমিন এই সময়েই যিকরের জন্য বসেন বলে এখানে উল্লেখ করছি। এই পর্যায়ে ১৭টি যিকর উল্লেখ করছি। তন্মধ্যে প্রথম যিকরটি, যা অনেকগুলি যিকরের সমষ্টি তা ফজর ও আসরের পরে আদায় করতে হবে। বাকিগুলো ফজর ও মাগরিবের পরে আদায় করতে হবে।