হিসনুল মুসলিম  দৈনন্দিন ও সামাজিক জীবনাচার ড. সাঈদ ইব্ন আলী ইব্ন ওয়াহফ আল-ক্বাহত্বানী
    
           ৬৪. বৃষ্টি দেখলে দো‘আ          
          
                         
           
   
          
 
          
      
      
   
      172- اللَّهُمَّ صَيِّباً نَافِعاً.
(আল্লা-হুম্মা সায়্যিবান নাফি‘আন)।
১৭২- “হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন।”[1]
 [1] বুখারী, (ফাতহুল বারীসহ) ২/৫১৮, নং ১০৩২।