ইসলামে মাল্টি লেভেল মার্কেটিং (এম এল এম) এর বিধান ইসলামহাউজ.কম ২ টি অধ্যায় ১৪ টি অনুচ্ছেদ সম্পূর্ণ বইটি একসাথে পড়ুন
অধ্যায় ও অনুচ্ছেদ তালিকা
ভূমিকা অনুচ্ছেদ ১ টি ইসলামে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) এর বিধান মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম)-এর শরয়ী বিধান ও বিবরণ অনুচ্ছেদ ১৩ টি মাল্টি লেভেল মার্কেটিং-এর শরয়ী বিধান (ক) শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন শ্রম (الأجرة بلا عمل والعمل بلا أجرة) (খ) একটি আকদ (চুক্তি)-এর জন্য আরেকটিকে শর্ত করা (جمع الصفقتين في صفقة) (গ) হাসিল হওয়া না-হওয়ার অনিশ্চয়তা (الغرر) (ঘ) সুদের সাদৃশ্য ও দৃঢ় সন্দেহ (شبهة الربا) (ঙ) জুয়ার সাদৃশ্য (شبهة الميسر) (চ) বাতিল পন্থায় মানুষের মাল ভক্ষণ (أكل أموال الناس بالباطل) (ছ) Business Fraud বা প্রতারণা (الغش) (জ) বর্ধিত মূল্যে বিক্রয় (البيع بالسعر الغالي) (ঝ) ইজারা চুক্তির উসূলের পরিপন্থী (خلاف أصول عقد الإجارة) আরও কতিপয় ত্রুটি এমএলএম-এর সমর্থকদের যুক্তি ও তা খণ্ডন মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে বিশিষ্ট পণ্ডিতগণের অভিমত