পরিচ্ছেদঃ
৩৯০। জান্নাতীরা যদি ব্যবসা-বাণিজ্য করত, তাহলে তারা সূতী কাপড়ের ব্যবসা করত, কিন্তু তারা ব্যবসা-বাণিজ্য করবে না।
হাদীসটি নিতান্তই দুর্বল।
এটি উকায়লী (২২৯) এবং অনুরূপভাবে আবু ইয়ালা (১/১০৪/১১১) ইসমাঈল ইবনু নূহ হতে, তিনি এক ব্যক্তি হতে ... বর্ণনা করেছেন।
উকায়লী বলেনঃ হাদীসটির সনদ মাজহুল, এর কোন সহীহ সনদ নেই।
আমি (আলবানী) বলছিঃ ইসমাঈল ইবনু নূহ মাতরূক; যেমনভাবে আযদী বলেছেন এবং হায়সামী "আল-মাজমা" গ্রন্থে তার অনুসরণ (১০/৪১৬) করেছেন।
لوتبايع أهل الجنة ولن يتبايعوا ما تبايعوا إلا بالبز ضعيف جدا - أخرجه العقيلي (229) وكذا أبو يعلى (1 / 104 / 111) من طريق إسماعيل بننوح عن رجل عن أبي بكر الصديق رفعه، قال العقيلي وإسناده مجهول، وهو أولى، يعني من حديث السكوني الذي قبله وليس له إسناد يصح قلت: وإسماعيل بن نوح متروك كما قال الأزدي وتبعه الهيثمي في " المجمع " (10 / 416)