হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪৮২
পরিচ্ছেদঃ ৪২. যিনি হাদীস লিখে রাখার পক্ষে মতামত প্রদান করেন না
৪৮২. লাইছ থেকে, তিনি মুজাহিদ থেকে বর্ণনা করেন, তিনি খাতায় ইলম লিপিবদ্ধ করাকে অপছন্দ করতেন।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ, লাইছ যয়ীফ হওয়ার কারণে। (সহীহ শাহিদ থাকার কারণে এটি সহীহ। তাখরীজে দেখুন।-অনুবাদক)
তাখরীজ: ইবনু আবী শাইবা, ৯/১৮ নং ৬৩৫৯; খতীব, তাক্বয়ীদুল ইলম পৃ: ৪৭ লাইছ থেকে মাওকুফ হিসেবে।
এর শাহিদ পূর্ববর্তী ৪৭৯ নং হাদীসটি, যা সহীহ।
بَابُ مَنْ لَمْ يَرَ كِتَابَةَ الْحَدِيثِ
أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، وَزَكَرِيَّا بْنُ عَدِيٍّ، عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ زِيَادٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، أَنَّهُ كَرِهَ أَنْ يُكْتَبَ الْعِلْمُ فِي الْكَرَارِيسِ إسناده ضعيف لضعف ليث وهو: ابن أبي سليم