হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৭২৪

পরিচ্ছেদঃ

৭২৪। যদি কোন ব্যক্তি যেনা করে, তাহলে তার সাথে যেনা করা হবে যদিও তার ঘরের দেয়ালের সাথে হয়।

হাদীছটি জাল।

এটিকে ইবনুন নাজ্জার তার সনদে আল-কাসেম ইবনু ইবরাহীম আল-মালতী হতে তিনি আল-মুবারাক ইবনু আবদিল্লাহ হতে ... বর্ণনা করেছেন।

তাতে এমন ব্যক্তি রয়েছেন যাকে নির্ভরযোগ্য বলা যায় না।

আমি (আলবানী) বলছিঃ আল-কাসেম আল-মালতী মিথ্যুক। সুয়ুতীর “যায়লুল আহাদীছিল মাওযুআহ” (পৃঃ ১৩৪) গ্রন্থে এবং ইবনু ইরাকের "তানযীহুশ শারীয়াহ" (১/৩১৬) গ্রন্থে অনুরূপই এসেছে।

তা সত্ত্বেও সুয়ূতী হাদীছটি “আল-জামেউস সাগীর” গ্রন্থে ইবনুন নাজ্জারের বর্ণনা হতে উল্লেখ করেছেন মানবীর নিকটে হাদীছটির সমস্যা লুক্কায়িতই রয়ে গেছে। যার জন্য তিনি তার কোন সমালোচনা করেননি ।

من زنى زني به ولوبحيطان داره موضوع - رواه ابن النجار بسنده عن القاسم بن إبراهيم الملطي: أنبأنا المبارك بن عبد الله المختط: حدثنا مالك عن الزهري عن أنس مرفوعا قال ابن النجار: " فيه من لا يوثق به ". قلت: وهو القاسم الملطي كذاب. كذا في " ذيل الأحاديث الموضوعة " للسيوطي (ص 134) و" تنزيه الشريعة " لابن عراق (316 / 1) قلت: ومع ذلك فقد أورده السيوطي في " الجامع الصغير " من رواية ابن النجار هذا!! وخفي أمره على المناوي فلم يتعقبه بشيء


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ