হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৯৭০

পরিচ্ছেদঃ

৯৭০। যখন কোন ব্যক্তি তার সালাত শেষ করে বলবেঃ আমি প্ৰভু হিসাবে আল্লাহর উপর, ধর্ম হিসাবে ইসলামের উপর ও হেদায়েতবাণী হিসাবে কুরআনের উপর সন্তুষ্ট রয়েছি। তখন আল্লাহ কর্তৃক তার উপর সন্তুষ্ট হওয়া অপরিহার্য হয়ে যাবে।

হাদীছটি জাল।

এটি "আল-জামেউল কাবীর" গ্রন্থে (১/৬৮/১) এবং আবু নাসর আস-সেজয়ী "আল-ইবানাহ" গ্রন্থে হিশাম ইবনু উরওয়াহ হতে তিনি তার পিতা হতে তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ হাদীছটি বানোয়াট। তার সনদটি সম্পর্কে আমি অবহিত হয়েছি। হাফিয আব্দুল গনী আল-মাকদেসী "আছ-ছালেদু ওয়াত তিস’ঈন" (২/৪৩) গ্রন্থে আস-সেজয়ী সূত্রে তার সনদে যায়েদ ইবনুল হুরায়েশ হতে তিনি আমর ইবনু খালেদ হতে তিনি আবু আকীল আদ-দাওরাকী হতে তিনি হিশাম ইবনু উরওয়াহ হতে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি বানোয়াট। তার সমস্যা এই আমর ইবনু খালেদ। তিনি আবু খালেদ আল-কুরাশী। ইমাম আহমাদ, ইবনু মাঈন ও অন্য বিদ্বানগণ তার সম্পর্কে বলেনঃ তিনি মিথ্যুক। ইসহাক ইবনু রাহওয়াহে ও আবু যুর’আহ বলেনঃ তিনি হাদীছ জাল করতেন। অনুরূপ কথা ইবনু হিব্বানের "আল-মাজরুহীন" (২/৭৪-৭৫) গ্রন্থেও এসেছে। আর যায়েদ ইবনুল হুৱায়েশ তিনি আহওয়াযী। তার সম্পর্কে ইবনুল কাত্তান বলেনঃ তিনি মাজহুলুল হাল ।

إذا فرغ الرجل من صلاته فقال: رضيت بالله ربا وبالإسلام دينا، وبالقرآن إماما، كان حقا على الله عز وجل أن يرضيه موضوع - عزاه في " الجامع الكبير " (1 / 68 / 1) لأبي نصر السجزي في " الإبانة " عن هشام بن عروة عن أبيه عن جده رضي الله عنهم وقال: " غريب قلت بل هو موضوع، فقد وقفت على إسناده، أخرجه الحافظ عبد الغني المقدسي في " الثالث والتسعين " (43 / 2) من طريق السجزي بسنده عن زيد بن الحريش: حدثنا عمرو بن خالد عن أبي عقيل الدورقي عن هشام بن عروة به. قلت: وهذا سند موضوع، آفته عمرو بن خالد وهو أبو خالد القرشي، قال أحمد وابن معين وغيرهما: " كذاب ". وقال إسحاق بن راهويه وأبو زرعة: " كان يضع الحديث ". ونحوه في " المجروحين " (2 / 74 - 75) لابن حبان. وزيد بن الحريش هو الأهوازي، قال ابن القطان: " مجهول الحال


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ