পরিচ্ছেদঃ
৯৮৩। তোমার সাথে এ শর্তে তার বিয়ে দিলাম যে, তাকে পড়াবে ও শিক্ষা দিবে। আল্লাহ তোমাকে যখন সম্পদ দান করবে তখন তুমি তাকে বদলা দিয়ে দিবে।
হাদীছটি মুনকার।
এটি দারাকুতনী তার "সুনান" (৩৯৪) গ্রন্থে ও তার সূত্রে বাইহাকী (৭/২৪৩) উতবাহ ইবনুস সাকান হতে তিনি আওযাঈ হতে তিনি মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ হতে তিনি যিয়াদ ইবনু যিয়াদ হতে তিনি আব্দুল্লাহ ইবনু সাখবারাহ হতে তিনি ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণনা করেছেন।
দারাকুতনী বলেনঃ উতবাহ এককভাবে বর্ণনা করেছেন। তিনি মাতরূকুল হাদীছ। বাইহাকী বলেনঃ উতবাহ ইবনুস সাকানকে জাল করার সাথে সম্পৃক্ত করা হয়েছে। এটি বাতিল, এর কোন ভিত্তি নেই।
জাল করার দোষে দোষী এই ব্যক্তির হাদীছগুলোর একটি হচ্ছে নিম্নোক্ত হাদীছটিঃ (দেখুন পরেরটি)
قد أنكحتكها على أن تقرئها وتعلمها، وإذا رزقك الله عوضتها منكر - رواه الدارقطني في " سننه " (394) ومن طريقه البيهقي (7 / 243) عن عتبة بن السكن: أخبرنا الأوزاعي: أخبرني محمد بن عبد الله بن أبي طلحة: حدثني زياد بن زياد: حدثني عبد الله بن سخبرة عن ابن مسعود: " أن امرأة أتت النبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله رأ في رأيك.... " الحديث نحو حديث سهيل الصحيح المذكور قبله، وفيه: " قال: فهل تقرأ من القرآن شيئا ؟ قال: نعم سورة البقرة وسورة المفصل، فقال رسول الله صلى الله عليه وسلم:.... " فذكره وقال الدارقطني: " تفرد به عن عتبة وهو متروك الحديث ". وقال البيهقي: " عتبة بن السكن منسوب إلى الوضع، وهذا باطل لا أصل له ". قلت: ومن أحاديث هذا المتهم