পরিচ্ছেদঃ
১৭৩১। তোমরা তোমাদের মাসজিদগুলোকে উঁচু না করে নির্মাণ করো আর তোমাদের শহরগুলোকে উঁচু করে নির্মাণ কর।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে সুয়ূতী “আলজামেউস সাগীর” গ্রন্থে ইবনু আবী শাইবার বর্ণনায় আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন। আমি হাদিসটিকে "আলমুসান্নাফ" গ্রন্থে দেখেছি "মাসজিদকে চাকচিক্য করা এবং এ সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে" এ অধ্যায়ে (১/২০৯) খালাফ ইবনু খালীফা হতে, তিনি মূসা হতে, তিনি এক ব্যক্তি হতে, তিনি আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমতল করে মাসজিদগুলো আর শহরগুলোকে উচু করে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। কারণ নাম না নেয়া ব্যক্তি মাজহুল (অপরিচিত)। আর তার থেকে বর্ণনাকারী মূসাকে আমি চিনি না।
ابنوا مساجدكم جما، وابنوا مدائنكم مشرفة ضعيف - أورده هكذا السيوطي في " الجامع الصغير " من رواية ابن أبي شيبة عن ابن عباس مرفوعا. والذي رأيته في " المصنف " في باب " في زينة المساجد وما جاء فيها " (1 / 209) : خلف بن خليفة عن موسى عن رجل عن ابن عباس قال: " أمرنا أن نبني المساجد جما، والمدائن شرفا قلت: وهذا إسناد ضعيف، لجهالة الرجل الذي لم يسم، وموسى الراوي عنه لم أعرفه