হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৭৩২

পরিচ্ছেদঃ

১৭৩২। সর্বাপেক্ষা সত্য স্বপ্ন হচ্ছে সাহরীর সময়ের স্বপ্ন।

হাদীসটি দুর্বল।

হাদীসটিকে ইমাম তিরমিযী (২/৪৪-৪৫), দারেমী (২/১২৫), আবূ ইয়ালা তার "মুসনাদ" গ্রন্থে (২/৫০৯/৩৮৩), ইবনু হিব্বান (১৭৯৯), ইবনু আদী “আলকামেল” গ্রন্থে (কাফ ১৩১/১-২), হাকিম (৪/৩৯২) ও খাতীব বাগদাদী “আততারীখ” গ্রন্থে (৮/২৬, ১১/৩৪২) দারাজ আবু সামহু সূত্রে আবুল হাইসাম হতে, তিনি আবু সাঈদ খুদরী (রাঃ) হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন।

হাকিম বলেনঃ সনদটি সহীহ। আর মানবী তার সাথে ঐকমত্য পোষণ করেছেন। অতঃপর গুমারীও। আর তাদের দু’জনের পূর্বে হাফিয যাহাবীও! অথচ তিনিই এ দারাজকে তার “আযযুয়াফা” গ্রন্থে উল্লেখ করে বলেছেনঃ তাকে আবু হাতিম দুর্বল আখ্যা দিয়েছেন আর ইমাম আহমাদ বলেনঃ তার হাদীসগুলো মুনকার। আর এ কারণেই ইবনু আদী এ হাদীসটিকে সেই হাদীসগুলোর অন্তর্ভুক্ত উল্লেখ করেছেন যেগুলোকে দারাজের মুনকার হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু ইমাম তিরমিযী তার ব্যাপারে চুপ থেকেছেন।

أصدق الرؤيا بالأسحار ضعيف - أخرجه الترمذي (2 / 44 - 45) والدارمي (2 / 125) وأبو يعلى في " مسنده " (2 / 509 / 383) وابن حبان (1799) وابن عدي في " الكامل " (ق 131 / 1 - 2) والحاكم (4 / 392) والخطيب في " التاريخ " (8 / 26 و11 / 342) من طريق دراج أبي السمح عن أبي الهيثم عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم به، وقال الحاكم: " صحيح الإسناد "! ووافقه المناوي، ثم الغماري، ومن قبلهما الذهبي! مع أنه أورد دراجا هذا في " الضعفاء " وقال: " ضعفه أبو حاتم، وقال أحمد: أحاديثه مناكير ". ولهذا ذكر ابن عدي أن هذا الحديث مما أنكر من أحاديث دراج هذا. وأما الترمذي فسكت عنه


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ