হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২১৫

পরিচ্ছেদঃ হায়েয (মাসিক) অবস্থায় মহিলারা ঈদগাহে উপস্থিত হতে পারে

২১৫) উম্মে আতীয়া (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যুবতী, পর্দানশীন এবং ঋতুবতী মহিলারা ঈদগাহে উপস্থিত হতে পারবে। তারা মুসলিমদের মজলিসে এবং দু’আয় শরীক হবে। তবে তাঁরা নামাযে শরীক হবেনা। উম্মে আতীয়াকে জিজ্ঞেস করা হল, হায়েয ওয়ালা মহিলারাও কি ঈদগাহে উপস্থিত হবে? উত্তরে তিনি বললেনঃ তারা কি আরাফার মাঠে এবং অন্যান্য স্থানে উপস্থিত হয়না?

باب شُهُودِ الْحَائِضِ الْعِيدَيْنِ، وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، وَيَعْتَزِلْنَ الْمُصَلَّى

২১৫ـ عَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: سَمِعْتِ النَّبِيَّ يَقُولُ تَخْرُجُ الْعَوَاتِقُ، وَذَوَاتُ الْخُدُورِ، أَوِ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِ، وَالْحُيَّضُ، وَلْيَشْهَدْنَ الْخَيْرَ، وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى، قيل لها: الْحُيَّضُ؟ فَقَالَتْ: أَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ وَكَذَا وَكَذَا؟. (بخارى:৩২৪)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু আতিয়্যাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ