হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২১৬

পরিচ্ছেদঃ হায়েযের নির্ধারিত দিন অতিবাহিত হওয়ার পর নির্গত পীত রং এবং ধুসর রং-এর হুকুম

২১৬) উম্মে আতীয়া (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা পবিত্রতা অর্জনের পর পীত রং বা ধুসর রঙের পানিকে হায়েযের রক্তের মধ্যে গণনা করতাম না।

টিকাঃ যাদের নির্ধারিত মেয়াদে নিয়মিত মাসিক হয় শুধু তাদের ব্যাপারে উপরোক্ত নিয়ম ও হুকুম প্রযোজ্য।

(25) باب الصُّفْرَةِ وَالْكُدْرَةِ فِي غَيْرِ أَيَّامِ الْحَيْضِ

২১৬ـ وَعَنْهَا رَضِيَ الله عَنْهَا قَالَتْ: كُنَّا لا نَعُدُّ الْكُدْرَةَ وَالصُّفْرَةَ شَيْئًا. (بخارى:৩২৬)

Yellowish discharge not during the menses


Narrated Um `Atiya:

We never considered yellowish discharge as a thing of importance (as menses).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু আতিয়্যাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ