হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৩৩

পরিচ্ছেদঃ কাপড় যদি ছোট হয়

২৩৩) সাহ্ল (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ পুরুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে শিশুদের ন্যায় কাঁধে লুঙ্গি বেঁধে নামায পড়তেন। মহিলাদেরকে বলা হত পুরুষেরা সোজা হয়ে বসার পূর্বে তোমরা সেজদা থেকে মাথা উঠাবেনা।

بَاب إِذَا كَانَ الثَّوْبُ ضَيِّقًا

২৩৩- عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزْرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ وَيُقَالُ لِلنِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا

If the garment is tight (over the body)


Narrated Sahl:

The men used to pray with the Prophet (ﷺ) with their Izars tied around their necks as boys used to do; therefore the Prophet (ﷺ) told the women not to raise their heads till the men sat down straight (while praying).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সাহল বিন সা'দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ